কলকাতা, ১৫ এপ্রিল- সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কড়া সমালোচনা করল সিপিএমের কেন্দ্রীয় কমিটি৷ গত ৩০ মার্চ কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হয়েছে৷ ওই বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়৷ সিপিএমের কেন্দ্রীয় কমিটির বক্তব্য, বিজেপির শাসনে বিভিন্ন রাজ্যে বড় বড় কেলেঙ্কারি ঘটছে৷ এর আগেও ব্যাপম কিংবা এসএসসি কেলেঙ্কারি ঘটেছে বিজেপি শাসিত রাজ্যে৷ এ বার কেন্দ্রে বিজেপি সরকার থাকাকালীন সিবিএসইর প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারি জানাজানি হয়েছে৷ একই সঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বক্তব্য, প্রায় ১৬ লক্ষ ৩৮ হাজার ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে৷ সকলেই দশম শ্রেণিতে পড়ে৷ দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ধরলে সংখ্যাটা আরও ৮ লক্ষ বাড়বে৷ সিবিএসই কর্তৃপক্ষ প্রশ্নপত্র ফাঁসের ঘটনা স্বীকার করে নিয়েছে৷ সরকারের কাছে প্রশ্ন, বহু বছর ধরে সিপিএসইর শীর্ষপদ খালি ছিল কেন? আরও পড়ুন: কলকাতায় মঙ্গল শোভাযাত্রা, নববর্ষ উদ্যাপন ২০১৭-র সেপ্টেম্বর মাসে গুজরাত থেকে একজন সিইওকে নিয়োগ করা হয়৷ সিপিএমের কেন্দ্রীয় কমিটির এক সদস্যের কথায়, ছাত্র-ছাত্রীরা এই কেলেঙ্কারির ফলে বিপদে পড়েছে৷ বিজেপি সরকারকে দায়িত্ব নিতে হবে৷ আমরা অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানাচ্ছি৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১১:৩৫/১৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2H0s6cW
April 15, 2018 at 04:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top