আইপিএল ও চিয়ারলিডার। কার্যত একে অন্যের পরিপূরক। আইপিএল সংসারের অবিচ্ছেদ্য অংশ চিয়ারলিডার। আমাদের আজকের এই প্রতিবেদনে চিয়ারলিডারদের বিষয়ে আট তথ্য তুলে ধরা হল- ১। মাঠের ম্যাজিক গ্যালারিতে ছড়িয়ে দেন এই চিয়ারলিডাররাই ২। মঞ্চে নাচতে থাকা চিয়ারলিডারদের প্রতি দর্শকদের কু-ইঙ্গিতপূর্ণ বাক্যবাণ নিক্ষেপ খুবই স্বাভাবিক ঘটনা। ৩। আইপিএল কি বর্ণবিদ্বেষী? শ্বেতাঙ্গিনী চিয়ারলিডারদের ঘিরে বহুবারই এমন প্রশ্ন উঠেছে, জবাব অবশ্য মেলেনি। ৪। ইউরোপ, আমেরিকা কিংবা ল্যাটিন আমেরিকা থেকে বিভিন্ন সংস্থার বাছাই করা চিয়ারলিডাররা ফ্র্যাঞ্চাইজি সংসারে প্রবেশাধিকার পান। আরও পড়ুন: আরেকটি মুস্তাফিজ থ্রিলার দেখল আইপিএল ৫। হাজার হাজার দর্শকদের সামনে ছোট পোশাক পরে লাস্যময়ী নাচের জন্য বিশেষভাবে গ্রুমিং করা হয় চিয়ারলিডারদের। ৬। অবাক করা সত্যি, অধিকাংশ চিয়ারলিডারই নিজেদের পোশাককে কুৎসিত বলে ভাবেন। ৭। বেশিরভাগ চিয়ারলিডারই উচ্চশিক্ষিত। অনেকে আবার পড়াশোনা চালানোর খরচ হিসেবে মৌশুমি এই পেশাকে বেছে নেন। সূত্র: সিলেটভিউ আর/১০:১৪/১৪ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qDVzPN
April 15, 2018 at 06:11AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন