টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বড়ো হার অস্ট্রেলিয়ার

জোহানেসবার্গ, ৩ এপ্রিলঃ এ যেন ইতিহাস তৈরি করার পালা। মঙ্গলবার জোহানেসবার্গে ৪ টেস্টের সিরিজে ৩-১ এ অস্ট্রেলিয়া বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলো দক্ষিণ আফ্রিকা। এদিন অস্ট্রেলিয়াকে ৪৯২ রানে হারিয়ে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো কোন টেস্ট সিরিজ জিতল প্রোটিয়ারা। অন্যদিকে রানের হিসেবে এই জয় দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সবচেয়ে বড় জয়। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে এটি দ্বিতীয় বড় ব্যবধানের হার। এর আগে তাদের সবচেয়ে বেশি রানে হারতে হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে (৬৭৫ রানে)১৯২৮ সালে। যেটি টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের হার।

এদিন চতুর্থ ইনিংসে ৬১২ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারনন ফিল্যান্ডারের পেসের সামনে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় অসিরা। তিনি ৬ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন ফিল্যান্ডার। এবং সিরিজ সেরা হয়েছেন কাগিসো রাবাদা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Gy0448

April 03, 2018 at 06:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top