সিঙ্গাপুর, ৩ এপ্রিলঃ যোগের প্রশিক্ষণ দেওয়ার সময় এক মহিলার শ্লীলতাহানির দায়ে দোষী সাব্যস্ত হলেন ভারতীয় যোগ প্রশিক্ষক। জানা গিয়েছে, অভিযুক্তের ৯ মাস জেল হয়েছে, পাশাপাশি হয়েছে ১,০০০ সিঙ্গাপুরি ডলার জরিমানা।
২০১৫-র এপ্রিলে স্থানীয় ট্যাম্পাইনস হাউজিং এস্টেটে একটি যোগ স্টুডিওয় অভিযুক্ত ব্যক্তি ওই মহিলার শ্লীলতাহানি করে। জানা গিয়েছে, জেলা আদালত তাঁকে দুটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। প্রথমটি শ্লীলতাহানি এবং দ্বিতীয়টি মহিলার ওপর অপরাধের উদ্দেশ্যে বলপ্রয়োগ করা। যদিও অভিযুক্ত প্রশিক্ষকের আইনজীবীর দাবি, ওই সব স্পর্শ হালকা ছোঁয়া ছাড়া কিছু নয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2q232YB
April 03, 2018 at 06:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন