পাকিস্তানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাইপর্বের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। থাইল্যান্ডে আগামীকাল সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ যদি ফাইনালে উঠতে পারে তাহলে আগামী অক্টোবরে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠেয় যুব অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পাবে। গ্রুপ পর্বে বাংলাদেশ মোট পাঁচটি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে, একটিতে ড্র করেছে ও একটিতে হেরেছে। গ্রুপ বি থেকে বাংলাদেশ গ্রুপ রানার আপ হয়ে সেমিফাইনালে উঠেছে। এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে মালয়েশিয়া। আর তৃতীয় অবস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে পাকিস্তান। গ্রুপ এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। গ্রুপ রানার আপ হয়ে শেষ চারে উঠেছে কোরিয়া। গত ২৫ এপ্রিল সিঙ্গাপুরকে ১০-৪ গোলে হারায় বাংলাদেশ। এরপর ২৬ এপ্রিল কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ জয় পায় ২০-০ গোলে। একইদিন মালয়েশিয়ার বিপক্ষে ৭-৪ গোলে হেরে যায় বাংলাদেশ। আজ পাকিস্তানের বিপক্ষে ড্র করার আগে চাইনিজ তাইপেকে ১২-২ গোলে হারায় বাংলাদেশ। সূত্র: ঢাকাটাইমস আর/০৭:১৪/০১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HwswYN
April 28, 2018 at 05:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top