বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন দলটির অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। এই মৌসুম শেষে তিনি আর বার্সেলোনার হয়ে খেলবেন না। শুক্রবার সংবাদ সম্মেলনে এমনটিই ঘোষণা দিয়েছেন তিনি। বার্সেলোনা ক্লাবে ২২ বছর খেলার পর ক্লাব ছাড়ছেন এই ফুটবলার। আজ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিতে গিয়ে কেঁদে ফেলেন ৩৩ বছর বয়সী ইনিয়েস্তা। ২০১০ সালে স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ইনিয়েস্তা। বার্সেলোনার হয়ে তিনি এখন পর্যন্ত আটটি লা লিগা শিরোপা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ও ছয়টি কোপা দেল রে শিরোপা জিতেছেন। এই মৌসুমেও লা লিগা শিরোপা জয়ের কাছাকাছি রয়েছে বার্সেলোনা। বার্সেলোনা ছেড়ে চাইনিজ ক্লাব চংকিং দাংদাই লিফানে যোগ দিতে পারেন আন্দ্রেস ইনিয়েস্তা। সম্প্রতি ক্লাবটির প্রেসিডেন্ট গং দাক্সিং স্বীকার করেছিলেন যে, ইনিয়স্তার সঙ্গে তাদের আলোচনা চলছে। শুক্রবার আন্দ্রেস ইনিয়েস্তা বলেন, বার্সেলোনায় এটি আমার শেষ মৌসুম। আমি দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার মতে, বার্সেলোনা বিশ্বের সেরা ক্লাব। এই ক্লাব আমাকে সবকিছু দিয়েছে। বার্সেলোনার হয়ে খেলতে পেরে আমি গর্বিত। ইনিয়েস্তার বয়স যখন ১২ বছর তখন তিনি বার্সেলোনার ইয়ুথ একাডেমিতে যোগ দেন। সময়ের পরিক্রমায় তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠেন। বার্সেলোনাকে তিনি ৩১টি শিরোপা জেতাতে সাহায্য করেছেন। সূত্র: ঢাকাটাইমস আর/০৭:১৪/০১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2r6pIGB
April 28, 2018 at 06:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top