ছাপা বন্ধ হতে পারে ২০০ এবং ৫০০ টাকার নোট

নয়াদিল্লি, ১৯ এপ্রিলঃ নোট সংকট আরও বাড়ার আশঙ্কা দেখা দিল। নাসিকের যে ছাপাখানায় নোট ছাপা হয় সেই ছাপাখানার প্রেস ওয়ার্কাস ফেডারেশনের প্রেসিডেন্ট জগদীশ গডসে বৃহস্পতিবার জানিয়েছেন, নোট ছাপানোর জন্য প্রয়োজনীয় কালি এই মুহূর্তে ছাপাখানায় নেই। যে কালি দিয়ে নোট ছাপানোর কাজ হয় তা আসে বিদেশ থেকে। কিন্তু সেই কালি বিদেশ থেকে এসে পৌঁছায়নি। যার জন্য ২০০ এবং ৫০০ টাকার নোট এই মুহূর্তে ছাপানো যাবে না। ফলে সারা দেশজুড়েই বাড়তে পারে নোটের আকাল। নোটের অভাবে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ।

অপরদিকে, সমস্যার মধ্যেই আশার বাণী শোনালেন এসবিআই-এর চেয়ারম্যান রজনীশ কুমার। যে সব রাজ্যে নগদের আকাল দেখা দিয়েছে, সেখানে নতুন নোট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। ফলে শুক্রবারের মধ্যেই সেইসব এলাকায় নোটের আকাল মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন রজনীশ কুমার। নগদ ঘাটতি মেটানোর চেষ্টা করছে সরকার ও রিজার্ভ ব্যাংকও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qL4sH2

April 19, 2018 at 03:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top