আগামিকাল বিকেল সাড়ে ৪টেয় পঞ্চায়েত মামলার রায়দান

কলকাতা, ১৯ এপ্রিলঃ আগামিকাল অর্থাত্ শুক্রবার বিকাল সাড়ে ৪টেয় রায় ঘোষণা করবে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। বৃহস্পতিবার শুনানি শেষে এমনটাই জানিয়ে দিল বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চ। আগামিকাল পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈরিক দল ও রাজ্য নির্বাচন কমিশন নিজেদের বক্তব্য সিঙ্গেল বেঞ্চে জানিয়েছেন। এদিকে ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পরও আদালত হস্তক্ষেপ করতে পারে বলে জানান বামেদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য।

পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক মামলা হয়েছে হাইকোর্টে। যার মধ্যে মূল মামলাটি করে বিজেপি। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্বে সন্ত্রাস করেছে শাসকদল। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশন মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর পরও তা প্রত্যাহার করে নেওয়া নিয়েও আপত্তি ছিল বিজেপি-র।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2J7XXEV

April 19, 2018 at 02:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top