ঢাকা, ২০ এপ্রিল- হাবিব ওয়াহিদের গানের ভিডিওতে অভিনেতা হয়ে হাজির হলেন তার বাবা ফেরদৌস ওয়াহিদ। প্রকাশিত হয়েছে হাবিবের নতুন গানের ভিডিও ঝড়। পিতা পুত্রকে একসঙ্গে এই গানটিতে পাওয়া গেল ভিন্ন রকম আয়োজনে। এ যেনো ঠিক চার মিনিট নয় সেকেন্ডের সিনেমা। যেখানে নায়ক হাবিব, নায়িকা শার্লিনা ও শার্লিনার বাবা চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ওয়াহিদ। গাঙচিলের ব্যানারে গানটি ইউটিউবে আপ হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। ইতোমধ্যে ভিউ হয়েছে দেড় লাখের কাছাকাছি। ঝড়-এর কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। সুর-সংগীত করেছেন হাবিব নিজেই। ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। নতুন এ ভিডিও প্রসঙ্গে হাবিব বলেন, গানের সঙ্গে মিল রেখে ভিডিওতেও নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটির গল্পও সাজানো হয়েছে সেভাবে। ভিডিওতে আমার গার্লফ্রেন্ডের বাবার ভূমিকায় অভিনয় করেছেন আমার বাবা! এটা অনেক মজার একটা বিষয়। এদিকে ফেরদৌস ওয়াহিদ বলেন, গল্পটি পুরান ঢাকার একটি পরিবার এবং একজন প্রেমিকের। যাতে আমি হাবিবের গার্লফ্রেন্ডের বাবার চরিত্র করেছি। সব মিলিয়ে খুব মজার একটা অভিজ্ঞতা হয়েছে। গানটিতে চমক হিসেবে আরো আছেন গায়ক অদিত, প্রীতম ও তৌফিক। গানের লিংক : সূত্র: জাগোনিউজ আর/১৭:১৪/২০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2J9tsyC
April 20, 2018 at 11:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top