আসছে ১০০ বলের ক্রিকেট লীগ!

লন্ডন, ২০ এপ্রিলঃ টেস্ট ও একদিনের ক্রিকেটের পর এবার কী টি২০ যুগেরও অবসান হতে চলেছে? টেস্ট ও একদিনের ক্রিকেটের উন্মাদনা কমে আসার পর দর্শকদের মাঠমুখি করতে ২০০৩ সালে টি২০ ক্রিকেট শুরু করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার ১৫ বছর পর আবার এক নতুন পরিকল্পনা নিয়ে হাজির ইসিবি। ১০০ বলের নতুন ক্রিকেট লিগ চালু করার পরিকল্পনা করছে তারা। যেখানে উভয় দল ১০০ বল করে খেলার সুযোগ পাবে। ২০২০ সাল থেকে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে চালু করা হবে এই লিগ।

আটটি দলকে নিয়ে ২০২০ সালে ইংল্যান্ডের এই ১০০ বলের লিগে হবে। যেখানে প্রত্যেক দল স্বাভাবিক নিয়মে ১৫টি ওভার খেলবে। তার মধ্যে একটি ওভার হবে ১০টি বলে। তবে এই ১০টি বল কখন, কিভাবে করা হবে সেটা এখনো পরিস্কার করেনি তারা। এ বিষয়ে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান টম হ্যারিসন বলেন, ‘এটা একটি নতুন ও উত্তেজনাপূর্ণ আইডিয়া, যা তরুণ দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HgBdSO

April 20, 2018 at 06:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top