মুখ্যমন্ত্রীর ‘বিকৃত’ ছবি পোস্ট, ধৃত যুবক

কলকাতা, ২৫ এপ্রিলঃ অন্যের ছবিতে মুখ্যমন্ত্রীর মুখ বসিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বলাগড়ের গুপ্তিপাড়ায় স্থানীয়দের মোবাইলে মুখমন্ত্রীর একটি সুপারইমপোজ করা ছবি ঘুরছিল। ছবিতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংয়ের মুখও সুপারইমপোজ করা হয়েছে। তৃণমূলের তরফে অভিযোগ, প্রশান্ত কুণ্ডু নামে এক সিপিআই(এম) কর্মী ওই ছবি ফেসবুকে পোস্ট করে। সেখান থেকেই ছবিটি ভাইরাল হয় যায়। মুখ্যমন্ত্রীকে অপদস্থ করতেই এই কাজ করা হয়েছে বলে দাবি তৃণমূলের। অভিযোগের ভিত্তিতে বলাগড় থানার পুলিশ প্রশান্তকে গ্রেফতার করে।

এবিষয়ে বলাগড় ব্লক সভাপতি শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি বলেন, ‘প্রশান্ত কুণ্ডু প্রাক্তন সিপিআই(এম)-এর কর্মাধ্যক্ষ ছিলেন। মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের অসভ্যতা মানা যায় না। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশান্তকে গ্রেফতার করেছে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JnUW3v

April 25, 2018 at 01:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top