স্কুল বিতর্ক প্রতিযোগিতায় হরিমোহন চ্যাম্পিয়ন

শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল বসুন্ধারা খাতা-কালের কন্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হয়েছে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে এমএম হক আইডিয়াল স্কুল। শুভসংঘ চাঁপাইনবাবগঞ্জ শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে।
সকালে নবাবগঞ্জ উচ্চ বিদ্যলয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু। প্রতিযোগিতায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এমএম হক আইডিয়াল স্কুল, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। চুড়ান্ত পর্বের বিতর্কে অংশ নেয় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও এমএম হক আইডিয়াল স্কুল। বিতর্কের বিষয় ছিলো ‘আগামীর পৃথিবীর সংকট ক্ষুধার নয়, পরিবেশের। চুড়ান্ত পর্বের বিচারক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাজহারুল ইসলাম তরু ও সেভ দ্যা নেচারের সমন্বায়ক রবিউল হাসান ডলার। প্রতিযোগিতায় বিচারকদের রায়ে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও এমএম হক আইডিয়াল স্কুল রানার্স আপ হয়েছে। সেরা বক্তা নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের ফারহান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী পত্যেকদলের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দাউদ হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৪-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2rgacsT

April 30, 2018 at 07:23PM
30 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top