বিশ্বনাথ প্রতিনিধি :: মোবাইল ফোনে ও রাস্তা গতিরোধ করে নারীর সঙ্গে ইভটিজিং করার দায়ে সিলেটের বিশ্বনাথে এক ব্যক্তিকে দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার বেলা ২টায় উপজেলা সদরের নতুন বাজারস্থ থানার সামনে ভ্রাম্যমান আদালত বসিয়ে যুবককে কারাদন্ড প্রদান করেন (ম্যাজষ্ট্রেট) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তোজ জহুরা। দন্ডপ্রাপ্ত হলো, উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্রিশ নোয়াগাঁও গ্রামের মৃত মখদ্দুছ আলীর ছেলে আনছার আলী (৩০)।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, উপজেলার দৌলতপুর ইউনিয়নের চড়চন্ডি গ্রামের এক নারীকে দন্ডপ্রাপ্ত যুবক প্রথমে মোবাইল ফোনে অশ্লীন ভাষায় কথা-বার্তা ও পরে রাস্তা-ঘাটে পেয়ে উত্ত্যপ্ত করে আসছিল। আজ বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলা সদরে ওই মহিলাকে সে ইভটিজিং করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এক মাসের সাজা প্রদান করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তোজ জহুরা বলেন, ইভটিজিং এর দায়ে এক ব্যক্তিকে এক মাসের সাজা প্রদান করা হয়েছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2HjFx78
April 12, 2018 at 04:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন