ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ মিথ্যে, দাবি পাকিস্তানের

ইসলামাবাদ, ২০ এপ্রিলঃ পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদ রপ্তানির কারখানা’ সম্বোধন করায় নরেন্দ্র মোদিকে পাল্টা কটাক্ষ করল ইসলামাবাদ। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল জানিয়েছেন, বারবার মিথ্যে বললে কোনও কিছু সত্যিতে পরিণত হয় না।

বুধবার, লন্ডনের সেন্ট্রাল হল ওয়েস্টমিন্সটারের মঞ্চে ‘ভারত কি বাত সবকে সাথ’ অনুষ্ঠানে সন্ত্রাস ইস্যু নিয়ে পাকিস্তানকে ফের কাঠগড়ায় দাঁড় করান মোদি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসের কারখানা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। তারা সন্ত্রাস রপ্তানি করে। নরেন্দ্র মোদির কটাক্ষের জবাবে বৃহস্পতিবার প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণ যাদবের প্রসঙ্গ টেনে আনেন ফয়জল। তিনি বলেন, ‘ভারত যে সন্ত্রাস মদত দিচ্ছে, তার প্রকৃষ্ট উদাহরণ গুপ্তচর কুলভূষণই।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Hiiqq6

April 20, 2018 at 04:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top