কলকাতা, ২০ এপ্রিলঃ গতকাল উঠে এসেছিল বজবজের ভাগাড়ের পচা মাংসের পাচার চক্র। পাচারচক্রে ধৃত পুরসভার অস্থায়ী কর্মী রাজা মল্লিক এবং ট্যাক্সিচালক শ্যামলালকে জেরা করে উঠে এসেছে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।
ধৃতেরা পুলিশকে জানিয়েছেন, মাংস সংগ্রহ করে পরিষ্কার করে তা পাঠানো হত শিয়ালদায়। চামড়াগুলো নিয়ে যাওয়া হত কবরডাঙায়।
তবে শিয়ালদা থেকে কোথায় মাংস পাচার হত সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি শ্যামলাল ও রাজা। পুলিশ জানিয়েছে, শিয়ালদায় একটি নির্দিষ্ট জায়গায় মাংস পৌঁছানো হত। সেখান থেকে কে বা কারা মাংস সংগ্রহ করত সে বিষয়ে তারা কোনো কিছুই জানানো হয়নি।
আরও জানানো হয়েছে, মাংস সংগ্রহ করার পর সেগুলো পাঠানো হত হাইব্রিড মাগুর মাছের বিভিন্ন ভেড়িতে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতদের অসংলগ্ন কথায় সন্দেহ হয় পুলিশের। কোথায় কোথায় মাংস পাচার করা হত, আর কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা চলছে রাজা ও শ্যামলালের কাছ থেকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K27nn0
April 20, 2018 at 04:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন