নয়াদিল্লি, ২০ এপ্রিলঃ প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে ইমপিচমিন্টের প্রস্তাব চেয়ে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে নোটিশ দিল বিরোধী দলগুলি। এই প্রস্তাবে সই করেছেন ৬০ জন সাংসদ।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নিহত সিবিআই বিচারপতি বি এইচ লোয়ার মৃত্যুতে তদন্তের আবেদন খারিজ করে দেয়। এর জেরে কংগ্রেস, এনসিপি, সিপিএম, সিপিআই, সপা, বসপা ও মুসলিম লিগের সাংসদরা শুক্রবার প্রধান বিচারপতিকে অপসারণের জন্য প্রক্রিয়াকরণের দাবিতে রাজ্যসভায় প্রস্তাব পেশ করলেন।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি প্রথম প্রধান বিচারপতিকে অপসারণের প্রস্তাব আনেন সুপ্রিম কোর্টের চার শীর্ষ বিচারপতি। বৃহস্পতিবার বিচারপতি লোয়ার মৃত্যুর তদন্তের আবেদন শীর্ষ আদালতে খারিজ হয়ে যাওয়ার পরেই দিনটি ‘শোকপত্র দিবস’ হিসেবে চিহ্নিত করে কংগ্রেস। সোহরাবুদ্দিন শেখ সংঘর্ষ মামলার শুনানি করা বিচারক বিএইচ লোয়ার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে পেশ করা একগুচ্ছ পিটিশন গতকালই খারিজ করেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ। এরপর আজই বিরোধীরা নোটিশ দিল তাঁর ইমপিচমেন্ট চেয়ে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JbVg5o
April 20, 2018 at 04:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন