নয়াদিল্লি, ২৫ এপ্রিলঃ বায়ুসেনার পরীক্ষায় সফল হল তেজস। আগামী দিনে যুদ্ধক্ষেত্রে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হালকা যুদ্ধবিমানটি ব্যবহার করতে দেখা যাবে ভারতীয় বায়ু সেনাকে। যুদ্ধক্ষেত্রে তেজস কতটা সক্ষম, তা খতিয়ে দেখতে সম্প্রতি টানা ১৪ দিনের পরীক্ষামূলক মহড়া চালিয়েছিল বায়ুসেনা। এই মহড়ার রাখা হয়েছিল ‘গগন শক্তি’।
শব্দের চেয়েও দ্রুতগামী তেজসে রয়েছে একটি ইঞ্জিন। আসন সংখ্যা একটি। তেজসের ক্ষমতা পরীক্ষার জন্য গগন শক্তি মহড়ায় ছিলেন ১৪০০ জন বায়ু সেনা আধিকারিক ও ১৩ হাজার কর্মী। জানা গিয়েছে, পরীক্ষার জন্য ১৪ দিনে মোট ১১ হাজার বার ওড়ানো হয়েছে তেজসকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HuRzaB
April 25, 2018 at 12:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন