ঢাকা, ১৮ এপ্রিল- বিগত বছরগুলোর ধারাবাহিকতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) এবারের আসর নভেম্বর বা ডিসেম্বরে হচ্ছে না, বিষয়টি আগেই চাউর হয়েছিল। আদতে হচ্ছে তাই। বিপিএলের এবারের আসর নাকি বসছে অক্টোবরের প্রথম সপ্তাহেই। সম্ভব হলে ১ অক্টোবর থেকেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জাকজমকপূর্ণ এই টুর্নামেন্টের কথা ভাবছে বিসিবি। বুধবার বিসিবির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য দিলেন সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে একটা প্রোপ্রোজাল এসছিল। সেটা সবাই সম্মতি দিয়েছে। আমরা ফাস্ট উইক অব অক্টোবর থেকে মিড অব নভেম্বর পর্যন্ত ডেট ফাইনাল করেছি। ৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ডেট ছিল। আমরা চেষ্টা করবো ১ তারিখ থেকে শুরু করা যায় কিনা। আরও পড়ুন:বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সৌম্য-সাব্বির-তাসকিন! এদিকে এবারের বিপিএলে প্রতি দল গেলবারের মতো চারজন দেশি অথবা বিদেশি প্লেয়ার ধরে রাখতে পারবে এবং গেলবারের নিয়ম বদলে প্রতিদলের সেরা একাদশে সর্বোচ্চ চার বিদেশি খেলানো যাবে বলেও জানান এই বিসিবি সভাপতি। চারজন রিটেইন করতে পারে। ফরেন বা লোকাল। ফ্রাঞ্চাইজি চারজন লোকাল কিংবা চারজন বিদেশি ক্রিকেটার রিটেইন করতে পারে। কম্বিনেশনেও করতে পারবে। ৫ জন ফরেন ক্রিকেটার খেলেছিল শেষ বিপিএল। এবার চারজন খেলবে। ম্যাক্সিমাম চারজন। সূত্র: বাংলানিউজ২৪ এমএ/ ১১:২২/ ১৮ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2H9CbjK
April 19, 2018 at 05:21AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন