মাধবপুরে বাবার উপর হামলার প্রতিশোধ নিতে শিশুকে কুপিয়ে হত্যা

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে আম পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দে বাবার ওপর হামলার প্রতিশোধ নিতে মিম আক্তার (৮) নামে এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে ঘাতক মামাতো ভাই রশিদ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, গতকাল রোববার সন্ধ্যায় মাধবপুর উপজেলার ছাতিয়ান গ্রামের মাসুক মিয়ার সাথে তার বোন জামাই লাল খার মধ্যে আম পাড়াকে কেন্দ্র করে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে লাল খার লোকজন মাসুক মিয়াকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ব্রহ্মনবাড়িয়া পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিষয়টি মাসুক মিয়ার ছেলে রশিদ মিয়া জানতে পেরে রাত আড়াইটার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লাল খা’র বাড়িতে হামলা চালায়। এসময় ঘুমন্ত অবস্থায় শিশু মিমকে কপিয়ে হত্যা করে রশিদসহ তার লোকজন।

এদিকে ঘটনার পরপরই ঘাতক রশিদ পালিয়ে গেছে।

আজ সোমবার সকালে মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসম শামছুর রহমান ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এছাড়া ঘাতক রশিদকে গ্রেফতার করতে চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, রশিদের বাবার উপর হামলার প্রতিশোধ নিতেই এ হত্যাকান্ড ঘটিয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2LjVMjx

May 21, 2018 at 07:05PM
21 May 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top