রায়গঞ্জ, ৬ মেঃ দুটি বরযাত্রীর গাড়ির সংঘর্ষে জখম হলেন চারজন। রবিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে, রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে একদল যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় একটি হোটেলের সামনে পুলিশের নাইট পেট্রোল গাড়ি খারাপ হয়ে যায়। সেই সময় শিলিগুড়ি মুখী দুটি বরযাত্রীর গাড়ির একটি আচমকা ব্রেক কষলে পিছনে থাকা গাড়িটি সজরে এসে ধাক্কা মারে সামনের গাড়িটিতে। তারপর সেখানে থাকা কিছু যুবক অপ্রকৃতস্থ অবস্থায় পুলিশের ওপর হামলা চালায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় বিকাশ রবিদাস, সুকুমার রবিদাস, কেদার পাশওয়ান নামে তিন জন ব্যক্তিকে। এদিকে বরযাত্রীর গাড়িতে থাকা থাকা চারজন জখম হন। তাঁদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। জখমদের নাম জাহাঙ্গীর আলম(২২) সাকির হোসেন(১০) অকতারা বেগম (২৮) মতিউর রহমান (৪৮)। রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস জানান, ‘তিন মদ্যপ যুবককে গ্রেফতার করা হয়েছে। চারজন বরযাত্রীকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করেছে পুলিশ।’
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HYsTYb
May 06, 2018 at 11:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন