সদ্য শেষ হওয়া আইপিএলে অসাধারণ খেলেছেন রশিদ খান। আইপিএল ১১তম আসরের সেরা স্পিনার ছিলেন আফগানিস্তানের এই লেগ স্পিনার। সানরাইজার্স হায়দরাবাদকে ফাইনালে তুলতে অগ্রণী ভূমিকা রেখেছেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। প্রত্যাশার চেয়েও বেশি ভালো খেলে আলোচনায় ঝড় তুলেছেন এ আফগান। যুদ্ধবিধ্বস্ত এই আফগান ক্রিকেটারের পারফরম্যান্সে প্রশংসা করেছেন তারকা ক্রিকেটাররা। রশিদ খানের প্রশংসা করে শচীন টুইটারে লেখেন, টি-টোয়েন্টিতে এখন সেরা বোলার রশিদ। সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স এবং তারকা ক্রিকেটারদের কাছ থেকে প্রশংসায় উচ্ছ্বসিত রশিদ খান বলেই ফেললেন, এই মুহূর্তে আফগানিস্তানে প্রেসিডেন্টের পরে বোধ হয় আমিই সবচেয়ে বেশি জনপ্রিয়। রশিদ খান যদিও হাসির ছলেই এমনটি বলেন। তারপরও তার এই মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে। রশিদ খানের এই মন্তব্যের পরে তার ক্যারিয়ারে কোনও প্রভাব পড়বে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্র: যুগান্তর আর/১৭:১৪/২৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IYQBnQ
May 30, 2018 at 12:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top