বিল না মেটানোয় রোগীর দেহ আটকাতে পারবে না বেসরকারি হাসপাতাল

নয়াদিল্লি, ২৯ মেঃ‌ বিল না মেটানোর অজুহাতে রোগীর দেহ আটকে রাখতে পারবে না কোনো বেসরকারি হাসপাতাল। এমনই নির্দেশিকা জারি করল দিল্লি সরকার। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, জনস্বার্থে এই বিল আনতে চলেছে রাজ্য সরকার। আইনের খসড়া তৈরি হয়ে গিয়েছে। ৩০ দিনের মধ্যে এই আইন নিয়ে জনমত জানাতে বলা হয়েছে।

এই নির্দেশিকা অমান্য করলে সংশ্লিষ্ট ক্লিনিক, নার্সিংহোম অথবা হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে। রোগীর পরিবারের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিরও স্বার্থের কথাও চিন্তা করা হয়েছে বিলটিতে। দেহ ছেড়ে দেওয়ার পরও রোগীর পরিবার বিল না মেটালে আইনি পদে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নার্সিংহোম।
একাধিক নার্সিংহোমের বিরুদ্ধে দেহ আটকে রাখার অমানবিকর অভিযোগ উঠেছে। এই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LF5nBG

May 29, 2018 at 07:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top