বিমানবন্দরে যাত্রীদের সাহায্যে বসছে রোবট!

নয়াদিল্লি, ২৯ মেঃ বিমানবন্দরে যাত্রীদের সাহায্যে বসছে রোবট!  দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সাহায্য করতে এই এভিনব পরিসেবা নিয়ে আসছে ভিস্তারা।   আগামী জুলাই মাস থেকে বিমানবন্দরের লাউঞ্জে দেখা যাবে এই রোবটকে। ভিস্তারার তরফে ওই রোবটটির নাম রাখা হয়েছে ‘রাডা’। জানা গিয়েছে, যাত্রীরা রাডার কাছে এলেই তাঁদের  সঙ্গে করমর্দন বা নমস্কার করে অভ্যর্থনা জানাবে সে। এছাড়াও বিমানযাত্রীদের পাস স্ক্যান করা থেকে সবরকম প্রশ্নের উত্তর দিবে রাডা।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2L5Yw31

May 29, 2018 at 07:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top