কলকাতা, ১১ মেঃ ‘আমাকে খুন করতে রাজনৈতিক দল সুপারি দিয়েছে। মরতে আমি ভয় পাই না।’ শুক্রবার এক সাক্ষাৎকারে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, ‘পুলিশ আমাকে বলেছে বাড়ি বদলাতে। মরতে মরতে বেঁচে আছি। মৃত্যুকে আমি ভয় পাই না। রাজনৈতিক উইল লিখে রেখেছি।’
এদিন আরাবুলের প্রসঙ্গে তাঁকে জিঞ্জেস করা হলে তিনি বলেন, ‘আরাবুলকে আমি গ্রেফতার করার নির্দেশ দিয়েছি। নিজের লোক দোষ করতে আমি নির্মম।’
ভাগাড়কাণ্ডে উচ্চ ক্ষমতার কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান। ১০ দিনে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে তিনি মনে করেন। এবার থেকে পশু মরলেই তাকে পুড়িয়ে দেওয়া হবে বলেও তিনি জানান। তার জন্য চুল্লি বানানো হবে বলে জানিয়েছেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Id98Mu
May 11, 2018 at 08:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন