হোয়াটসঅ্যাপের ভুয়ো মেসেজে আতঙ্ক, ২ প্রবাসীকে পিটিয়ে খুন তামিলনাড়ুতে

চেন্নাই, ১১ মেঃ প্রবাসীরা শিশু পাচারকারী দলের সদস্য। হোয়াটসঅ্যাপে আসা এই বার্তার জেরে গত ২৪ ঘন্টায় তামিলনাডুতে ২ জনের গণপ্রহারে মৃত্যু হয়েছে। গুরতর আহত হয়েছেন আরও কয়েকজন। পুলিশ জানায়, শিশু পাচারকারী সন্দেহে পুলিকট এবং তিরুভান্নামালাই জেলার মানুষ অন্য রাজ ও বিদেশি প্রবাসী ২ জনকে পিটিয়ে মেরে ফেলেছে। মৃত দুজনেই তামিলনাডুতে প্রবাসী। ভেলোরের এসপি পাগলাভানের কথায়, ‘হোয়াটসঅ্যাপ মেসেজে বিশ্বাস করেই  সাধারণ মানুষ ভয় পেয়েছে। তাঁদের শিশুরা অপহৃত হতে পারে আশঙ্কায় উত্তর ভারতীয় সহ অন্যান্য প্রবাসীদের উপর হামলা চালাচ্ছে।  কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ সবসময় সত্যি হয় না। ‘ একইভাবে তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলের আইজি শ্রীধর বলেন, ‘কোনো প্রমাণ ছাড়াই মানুষ হোয়াটসঅ্যাপের মেসেজটি ছড়িয়ে দিয়েছে। এটি করা উচিত হয়নি এবং আইন নিজেদের হাতে তোলাও ঠিক নয়।’ প্রবাসী খুনে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KSMR8I

May 11, 2018 at 08:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top