শ্রীনগর, ২৩ মেঃ কাঠুয়া, সাম্বা ও জম্মু সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে সেনা এবং অসামরিক এলাকায় ফের ভারী শেলিং ও গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনা। ঘটনায় চার সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিন জওয়ান।
পাকিস্তানের লাগাতার হামলার জেরে জম্মু, সাম্বা ও কাঠুয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৪০ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর এস পুরা, আর্নিয়া, রামগড়ের মতো এলাকা থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ঘরছাড়া হয়েছেন।
মঙ্গলবার পাকিস্তানের গুলিবর্ষণে আরএস পুরা ও রামগড় সেক্টরে আহত হয়েছেন ১৮ জন সাধারণ নাগরিক। তাঁদের জম্মুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2s9OsP0
May 23, 2018 at 01:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন