একদিনের মধ্যেই প্লে স্টোর থেকে গায়েব ‘কিম্ভো’

নয়াদিল্লি, ৩১ মেঃ লঞ্চ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই গায়েব হয়ে গেল বাবা রামদেবের দেশি মেসেজিং অ্যাপ ‘কিম্ভো’। রামদেবের আশা ছিল, হোয়াটসঅ্যাপের মত বিদেশি অ্যাপকে কড়া টক্করের মুখে ফেলবে তাঁর এই দেশি অ্যাপ।

তবে ‘কিম্ভো’ এখন আর মিলছে না গুগল প্লে স্টোরে। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা প্লে স্টোর থেকেই সমস্ত অ্যাপ ডাউনলোড করেন। ফলে সেখানে ‘কিম্ভো’র দেখা না পেয়ে অনেকেই চিন্তায় পড়ে গিয়েছেন।

যদিও আইওএস অ্যাপ স্টোরে এখনও মিলছে ‘কিম্ভো’। তবে, বুধবার যারা এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছেন, এখনও তাঁরা এটি ব্যবহার করতে পারছেন।

কিন্তু কেন গায়েব হল ‘কিম্ভো’? বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ নিয়ে সংস্থার তরফে কোনো বিবৃতি মেলেনি। অনেকেই এর সাফল্য নিয়েও সন্দিহান। সাইবার মিডিয়া রিসার্চ(সিএমআর)-এর শীর্ষ কর্তা ফয়জল কায়ুসার মতে, শুধুমাত্র স্বদেশি বলেই হোয়াটসঅ্যাপের মত মেসেজিং অ্যাপকে টক্কর দেওয়া সহজ হবে না। লঞ্চ হওয়ার একদিনের মধ্যেই বাজার থেকে গায়েব হওয়াটা ‘কিম্ভো’র চলার পথ আরও অনেকটা কঠিন হল বলে মনে করছেন অনেকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2snyCRz

May 31, 2018 at 09:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top