উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দায়িত্ব নিলেন নতুন ডিজি

শিলিগুড়ি, ৩১ মেঃ রাজ্য পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল (ডিজি) হিসাবে দায়িত্ব নিলেন ১৯৮৫ ব্যাচের আইপিএস বীরেন্দ্র। বৃহস্পতিবার উত্তরকন্যার প্রেস কর্ণারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই বিদায়ী ডিজি সুরজিৎকর পুরকায়স্থর হাত থেকে দায়িত্ব বুঝে নেন। এতদিন বীরেন্দ্র রাজ্যের ডিজি নিরাপত্তা হিসাবে কর্মরত ছিলেন। অন্যদিকে সুরজিৎকর পুরকায়স্থকে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ করল রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী এদিন  দুই পুলিশ কর্তাকে পাশে নিয়ে বলেন, ‘আমাদের রাজ্যে জনসংখ্যা খুব বেশি। এবং আমাদের রাজ্যেই বাংলাদেশ, নেপাল, ভুটান সীমান্তের পাশাপাশি অসম, বিহার সহ উত্তরপূর্বের প্রবেশদ্বারও। এর সঙ্গে রাজ্যে সাইবার ক্রাইমের বিষযটিও দেখতে হয়। পুরো বিষয়টিতে নজরদারির পাশাপাশি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পুরো বিষযটি দেখার জন্যই সুরজিৎকর পুরকায়স্থকে তিন বছরের জন্য রাজ্য নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

ছবিঃ সূত্রধর



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LacEZj

May 31, 2018 at 09:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top