বিশ্বনাথ প্রতিনিধি :: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনার ঢাকার বাসভবনে (সিলেট হাউজ) গভীর রাতে সাদা পোষাকধারীদের তল্লাশীর প্রতিবাদে বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি জালাল উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সিলেটের এক কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলীকে সরকার দীর্ঘ ছয় বছর ধরে গুম করে রেখেছে। জননেতা এম ইলিয়াস আলীর পরিবারের এই দুঃসময়ে সরকার ন্যাক্কার জনকভাবে তল্লাশী চালিয়ে পরিবারকে অপদস্ত করার হীন চেষ্টা চালাচ্ছে। নেতৃবৃন্দ এই ন্যাক্কার জনক, অমানবিক তল্লাশীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, একজন মজলুম জননেতার পরিবারের প্রতি সরকারের এ ধরনের অমানবিক আচরণ সিলেটবাসীকে হতবাক করেছে। ভবিষ্যতে এধরনের অন্যায়, বেআইনী ন্যাক্কার জনক তল্লাশীর অপচেষ্টা চালালে আমরা সিলেটবাসীকে নিয়ে এর সমুচিত জবাব দিবো।
জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো: ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক বশির আহমদ, নুর উদ্দিন আহমেদ, মোনায়েম খাঁন, বিএনপির নেতা আলতাবুর রহমান, ইরন মিয়া মেম্বার, ফারুক মিয়া, আজাদ আলী মেম্বার, যুবদলের যুগ্ম-আহ্বায়ক সুরমান খাঁন, শামিমুর রহমান রাসেল, কদর আলী, যুবদল নেতা আবু সুফিয়ান, আব্বাস আলী সুমন, ইসলাম উদ্দিন, সাদ্দাম হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাওছার খাঁন, সদস্য সচিব ফখরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান, কয়েছ মিয়া, তাজ উদ্দিন আহমদ কিনু, শাহিন তালুকদার, ছমির আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মতিউর রহমান সুমন, সদস্য শাহ আমির উদ্দিন, শাহজাহান, নাজিম উদ্দিন, জিল্লুর রহমান, উপজেলা জাসাসের সভাপতি নিজাম মেম্বার, সহ-সভাপতি আক্তার হোসেন রানা, শের আলী, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুনেদ, ছাত্রদল নেতা নাজমুল হোসেন শিমুল, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল বাছিত, তানজিল আহমদ প্রমুখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2x3ntdA
May 22, 2018 at 08:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন