নয়াদিল্লি, ২২ মেঃ ভারতে সংখ্যালঘুরা নিরাপদে ও সুরক্ষিত আছেন। মঙ্গলবার দিল্লির আর্চ বিশপের চিঠির পরিপ্রেক্ষিতে এই কথাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘ভারতে সংখ্যালঘুরা নিরাপদেএবং জাতি ও ধর্মের ভিত্তিতে কোনও ভেদাভেদের অনুমতি কাউকে দেওয়া হয়নি।’ আর্চ বিশপের চিঠি প্রসঙ্গে তিনি জানান, ‘আমি ওই চিঠি দেখিনি। কিন্তু, এটা বলতে চাই যে, যেসব দেশে সংখ্যালঘুরা নিরাপদ, সেগুলির মধ্যে ভারত অন্যতম।’
দিল্লির চার্চের প্রিস্টদের অনুরোধ করে ৮ মে একটি চিঠি লেখেন আর্চ বিশপ অনিল কুটো। চিঠিতে তিনি লেখেন, দেশের রাজনৈতিক পরিবেশ ভয়াবহ। সংখ্যালঘুরা নিরাপদ নয়।
In all churches&institutions we pray&fast. We pray for our own renewal & that of country. Keeping in mind all that's happening in our country we said that we look forward to next election & next govt. Every govt should protect people&Constitution: Anil Couto, Archbishop of Delhi pic.twitter.com/HyFsIo4DhO
— ANI (@ANI) May 22, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2s3DiLo
May 22, 2018 at 08:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন