সাকিব আল হাসানকে ছেড়ে দিলেও রহস্যময় স্পিনার সুনিল নারাইনকে এবার ঠিকই ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। সাকিবের অবশ্য এতে ক্ষতি হয়নি; সানরাইজার্স হায়দরাবাদের হয়ে জাদু দেখিয়ে যাচ্ছেন তিনি। অন্যদিকে নারাইনের হাতে সেই দুর্বোধ্য ঘূর্ণিজাদু চলছে। অভ্রান্ত নিশানায় বিষাক্ত ছোবলে ফের ব্যাটসম্যানদের নাকানিচোবানি খাওয়াচ্ছে তার ডেলিভারি। ৯ ম্যাচে ১০ উইকেট নিয়ে নিজের দুর্বোধ্য তকমার যথার্থতা প্রমাণ করে যাচ্ছেন নারাইন। কিন্তু কী আছে তার এই স্পিন রহস্যের পেছনে? নারাইনের এই দুর্বোধ্য হয়ে ওঠার পেছনের কিছু কারণ নিয়ে বললেন তার কোচ কার্ল ক্রো। কে এই কার্ল ক্রো? ৪২ বছর বয়সী ক্রো ইংল্যান্ডের সাবেক অফস্পিনার। অবশ্য জাতীয় দলের হয়ে কখনও খেলার সুযোগ পাননি। কাউন্টি ক্রিকেটে লেস্টারশায়ারের হয়ে খেলেছিলেন। ক্রিকেট থেকে অবসরের পর তিনি তরুণ স্পিনারদের কোচিং করান। একইসঙ্গে তিনি বায়োমেকানিক্স বিশেষজ্ঞ। নারাইনের বোলিং অ্যাকশন সংশোধন করে তাকে ফের ক্রিকেটের মূল স্রোতে ফেরানোর নেপথ্য কারিগর এই ক্রো। সম্প্রতি পাকিস্তানের মোহাম্মদ হাফিজের অ্যাকশন সংশোধন করে তাকেও কলঙ্কমুক্ত হতে সাহায্য করেছিলেন। নারাইনের ব্যক্তিগত কোচ হিসাবে প্রায় ৩ বছর ধরে কাজ করা ক্রোর দ্বারস্থ হয়েছে নাইট শিবিরও। দুই বছর আগে আইপিএল শুরুর আগে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে নারাইনকে নিয়ে ক্যাম্প করেছিলেন ক্রো। একাদশ আইপিএলেও বেশ কয়েকদিন কাটিয়েছেন নাইট রাইডার্স শিবিরে। আইপিএল শুরুর ঠিক আগে পাকিস্তান সুপার লিগে নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। যে কারণে আইপিএলে নারাইনকে শুধরে নির্বিঘ্নে বোলিং করতে দেওয়ার জন্য ক্রোকে আমন্ত্রণ জানিয়েছিল শাহরুখ খানের দল। নারাইনের ম্যাজিক নিয়ে ক্রো বললেন, আইপিএল শুরুর আগে নারাইনের সঙ্গে সপ্তাহ খানেক সময় কাটিয়েছিলাম। ওর অ্যাকশন নিয়ে নতুন করে কিছু কাজ করেছি। যে কারণে বল হাতে আবারও দুর্বোধ্য হয়ে উঠেছে সে। আমার পরামর্শেই ও ব্যাটিংয়ে আরও বেশি করে মনোনিবেশ করেছে। ব্যাটে রান পেয়ে যাওয়ায় ওর মনোবল আগের চেয়ে অনেকটাই বেড়ে গেছে। ২০১২ সালে নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে অভিষেক ঘটানো নারাইনের বোলিংয়ের সঙ্গে অনেকেই এখনকার নারাইনের সাদৃশ্য খুঁজে পান না। শুরুর দিকে মাথার ওপর সাপের ফণার মতো হাত তুলে দৌড়ে এসে বল রিলিজ করতেন ক্যারিবিয়ান স্পিনার। যে অ্যাকশন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। একাধিকবার সংশোধনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পর নারাইন এখন নতুন অ্যাকশনে বল করেন। আরও পড়ুন:কেকেআরর জয় হোক বা পরাজয়, শাহরুখের আয় ১৫০ কোটি! শিষ্যের নতুন অ্যাকশন নিয়ে ক্রো বলেছেন, আগে কিছুটা চেস্ট অন অ্যাকশন ছিল ওর। অর্থাৎ, বল রিলিজ করার সময় ব্যাটসম্যানের দিকে অনেকটা সোজাসুজি থাকত। এখন সেটা বদলে কিছুটা সাইড অন হয়েছে। বোলিং আর্মের অবস্থানও বদলে ফেলা হয়েছে। নতুন অ্যাকশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন নারাইন। বলের পুরনো ধারও ফিরে পেয়েছেন। চলতি আইপিএলে নাইট শিবিরেও বেশ কিছুদিন কাটিয়ে গিয়েছেন ক্রো। টুর্নামেন্টের পরের দিকে আবারও যোগ দিতে পারেন জানিয়ে তিনি বলেন, নারাইনের সবচেয়ে যে ব্যাপারটা ভাল লাগে, সেটা হল ওর ইতিবাচক মানসিকতা। চ্যালেঞ্জের মুখে পড়েছে। হাল ছাড়েনি। নতুন উদ্যমে ফেরার লড়াই শুরু করেছে। সূত্র: কালের কন্ঠ এমএ/ ০৮:৪৪/ ০৫ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wbHw94
May 06, 2018 at 02:50AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন