গোলাপগঞ্জ পৌর ছাত্র মজলিসের কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাহবুব মোর্শেদ বলেছেন, আমরা সমাজে বরাবরই মেধাবী শিক্ষার্থী পাচ্ছি ঠিকই কিন্তু আদর্শ নাগরিক পাচ্ছি না। শিক্ষার্থীরা আদর্শিক তত্ত্বাবধনের অভাবে দিশেহারা হয়ে ঘুরছে। জড়িয়ে পড়ছে মদ, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজী, হত্যা,

ধর্ষণ সহ সকল অপকর্মে। এহেন পরিস্থিতি মোকাবেলায় ছাত্র মজলিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আমাদের পড়ালেখার উদ্দেশ্য হতে হবে আদর্শ নাগরিক হিসেবে তৈরি হওয়া। আদর্শ নাগরিক হতে পারলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী যা কিছু হইনা কেন কর্মজীবনে সফলতা আসবে। উপকৃত হবে দেশ ও জাতি। কল্যাণ বয়ে আনবে ইহকাল ও পরকালের জীবনে।

সোমবার (১৪ মে ২০১৮ ইং) সকাল ১১ টায় গোলাপগঞ্জ চৌমুহনীস্থ স্থানীয় মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ পৌর শাখা আয়োজিত ২০১৮ সালের এস এস সি ও দাখিল উত্তীর্ণ কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। শাখা সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মনির হোসাইন, সিলেট পূর্বজেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরী, অফিস ও পাঠাগার সম্পাদক জাবের আহমদ। শাখা সেক্রেটারি জয়নুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রাজ্জাক, বায়তুলমাল সম্পাদক জসিম বিন ফয়জু, ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা উত্তর সভাপতি রুহুল আমীন, সেক্রেটারি সালমান আহমদ, বায়তুলমাল সম্পাদক শাহিনুল ইসলাম রাজু, উপজেলা দক্ষিণ বায়তুলমাল সম্পাদক শাহিন আহমদ ফামান, পৌর বায়তুলমাল সম্পাদক ওলিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়ন সভাপতি তাহের আহমদ, মারুফ আহমদ, মাহমুদুল হাসান, তাহমিদ আহমদ, আব্দুল কাইয়ুম, মিজানুর রহমান, মুজাহিদুল ইসলাম তারেক প্রমুখ।বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2GfySX0

May 15, 2018 at 01:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top