শুধুমাত্র তিস্তা পানি চুক্তি নয়, ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা থেকে এদেশের জনগণ বঞ্চিত। যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন, তারাও এই ব্যর্থতার দায়ভার নিতে হবে। তাই মওলানা ভাসানীর আদর্শকে অনুস্মরণ করে জাতীয় ঐক্যের মাধ্যমে সকল রাজনৈতিক দল ও সংগঠন সমূহকে দেশীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবীদ ও রাজনীতিবিদ ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যক্ষ কবি কালাম আজাদ, বিশিষ্ট সংগঠক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ, দ্যা ডিপ্লোমেট টাইম্স পত্রিকার সম্পাদক রুহুল ফারুক, লেখক ও গবেষক জিবলু রহমান, সিলেট জেলা জনতা পার্টির সাধারণ সম্পাদক আখলিছ আহমদ চৌধুরী, ভাসানী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কয়েছ আহমদ সাগর, প্রচার সম্পাদক এডভোকেট মোবারক হোসেন রনি, সংগঠক আমিন তাহমিদ, হাবিবুর রহমান চৌধুরী, আবেদ আক্তার চৌধুরী, ফয়সল আহমদ সজল, জামিল আহমদ, মোঃ আব্দুল হাকিম, মুনসি ইকবাল, মির্জা আবুল কাশেম, আজাদ আহমদ প্রমুখ।
সভার শেষে ঢাকায় চিকিৎসাধীন মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের সভাপতি প্রবীণ রাজনীতিবীদ এডভোকেট সৈয়দ আশরাফ হোসেনের সুস্থ্যতা কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।বিজ্ঞপ্তি
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2KVqVd7
May 15, 2018 at 01:19AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন