২ অক্টোবর নিরামিষ দিবস পালন করার প্রস্তাব রেলের

নয়াদিল্লি, ২০ মেঃ মহাত্মা গান্ধিকে সম্মান জানিয়ে ২ অক্টোবর ‘রাষ্ট্রীয় স্বচ্ছতা দিবসে’র পাশাপাশি ‘নিরামিষ দিবস’ পালন করার প্রস্তাব দিল ভারতীয় রেল। রেল মন্ত্রকের দাবি, মহাত্মা গান্ধি ভারতে নিরামিষ আহারের সবচেয়ে বড় ও নামী প্রবক্তা।

রেলের প্রস্তাব অনুযায়ী, ২০১৮ এর পাশাপাশি ২০১৯, ২০২০ সালেও ২ অক্টোবর রেলওয়ের কোনো ভবনে আমিষ খাবার পরিবেশন করা হবে না। সব রেলকর্মীকে ওইদিন নিরামিষ দিবস হিসাবে পালনের আবেদন জানিয়েছে রেল। গান্ধির স্মৃতিবিজড়িত সব স্টেশনকে থিমের ভিত্তিতে রাঙিয়ে দেওয়া, তাঁর উল্লেখযোগ্য কর্মকান্ডের বর্ণনা দেওয়া ডিজিট্যাল মিউজিয়াম তৈরি সহ আরও ভাবনা রয়েছে রেলের। কেন্দ্র সরকার গান্ধিজীর ১৫০-তম জন্মবার্ষিকী বিশেষ ভাবে উদযাপনের পরিকল্পনা করছে।
এছাড়াও ১২ মার্চ দিনটি ডান্ডি পদযাত্রার স্মরণে সবরমতী থেকে একটি ‘বিশেষ লবন রেক’ ও সবরবতী থেকে মহাত্মার সঙ্গে যোগসূত্র আছে, এমন সব স্টেশনে ‘স্বচ্ছতা এক্সপ্রেস’ ট্রেন চালানোর পরিকল্পনাও নিয়েছে রেলমন্ত্রক। মহাত্মার ছবি দেওয়া টিকিটও ইশ্যু করার পরিকল্পনা রয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IyHfTy

May 20, 2018 at 03:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top