পথের শেষভাগে এসে পৌঁছেছে এবারের আইপিএল। ইতিমধ্যে প্রথম রাউন্ডের খেলা সম্পন্ন হয়েছে। প্লে অফে খেলা নিশ্চিত করেছে চার দল। বিদায় ঘণ্টা বেজেছে আটের মধ্যে বাকি চার দলের। কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস। এলিমিনেটরে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। ১৪ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিল টপার হায়দরাবাদ। সমান ম্যাচে একই সংখ্যক জয়ে সেকেন্ড বয় চেন্নাই সুপার কিংস। নেট রান রেটে সাকিবদের চেয়ে পিছিয়ে আছেন রাজারা। ১৪ ম্যাচে ৮ জয় নিয়ে থার্ড প্লেস কলকাতা নাইট রাইডার্সের। সমানসংখ্যক ম্যাচে ৭ জয়ে চতুর্থ রাজস্থান রয়্যালস। আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে টেবিলের শীর্ষস্থানীয় দুই দল হায়দরাবাদ ও চেন্নাই। এতে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। অবশ্য পরাজিত দলেরও সুযোগ থাকবে। পরের দিনই এলিমিনেটর ম্যাচে রাজস্থানের বিপক্ষে লড়বেন নাইটরা। এতে যারা পরাজয় বরণ করবে তাদের দৌড় সেখানেই থামবে। বিজয়ীদের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল। ২৭ মে হবে শিরোপার লড়াই। সব ম্যাচেরই সময় আধা ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। রাত সাড়ে ৮টার পরিবর্তে শুরু হবে ৮টায়। প্লে অফ সময়সূচি- * প্রথম কোয়ালিফায়ার: ২২ মে ২০১৮, সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস, রাত ৮টা। * প্রথম এলিমিনেটর: ২৩ মে ২০১৮, কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস, রাত ৮টা। * দ্বিতীয় কোয়ালিফায়ার: ২৫ মে ২০১৮, প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে (প্রথম এলিমিনেটর) জয়ী দল, রাত ৮টা। * ফাইনাল: ২৭ মে ২০১৮, প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল, রাত ৮টা। সূত্র: যুগান্তর এমএ/ ১২:৫৫/ ২১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rWvbB0
May 21, 2018 at 07:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top