তিনিই কল্কি অবতার, দাবি সরকারি ইঞ্জিনিয়ারের

ভাদোদরা, ১৯ মেঃ ভগবান বিষ্ণুর দশম অবতার তিনি। তিনিই কল্কি অবতার। এমনই দাবি করেছেন ভাদোদরার সরোবর পুনর্বসবত এজেন্সি(এসএসপিএ)-র সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার পঞ্চাশোর্ধ্ব রমেশচন্দ্র ফেফার।

গতবছর সেপ্টেম্বর থেকে এবছর এপ্রিল পর্যন্ত ৮ মাসে মাত্র ১৬ দিন অফিসে যাওয়ার জন্য ১৫ মে তাঁকে কারণ দর্শানো নোটিশ পাঠায় গুজরাট সরকার।

রাজকোটে তাঁর বাড়িতে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে ফেফার জানান, ‘আপনারা বিশ্বাস করুন আর না করুন, কিন্তু এটাই সত্যি যে আমি ভগবান বিষ্ণুর দশম অবতার। আমিই যে কল্কি অবতার তা বুঝতে পারি ২০১০ সালের মার্চ মাসে। তখন আমি অফিসে ছিলাম। তার পর থেকে ক্রমশ আমার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।’
নোটিশের উত্তরে রমেশ জানান, বিশ্বের বিবেক পরিবর্তন ও পাপস্খলনের জন্য তাঁর করা প্রায়শ্চিত্ত পঞ্চম ধাপে পৌঁছেছে। এই কাজ কখনওই অফিসে বসে করা সম্ভব নয়। ফেফারের দাবি, গত ১৯ বছরে ধরে দেশে যে নিয়মিত বৃষ্টি হচ্ছে তা সম্ভব হয়েছে একমাত্র তাঁর তপস্যার ফলেই। শো-কজ নোটিশে বিন্দুমাত্র বিচলিত না হয়ে, তিনি সংস্থাকে পালটা প্রশ্ন করেছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, কম্পানিকেই সিদ্ধান্ত নিতে হবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কল্কি অবতার হিসেবে দেশকে বাঁচানো নাকি অফিসে বসে সময় নষ্ট করা। তবে সংস্থার তরফে কোনো উত্তর মেলেনি এখনও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GvUVsG

May 19, 2018 at 12:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top