একদিনের কাশ্মীর সফরে মোদি

নয়াদিল্লি, ১৯ মেঃ একদিনের সফরে জম্মু-কাশ্মীর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার জম্মু, শ্রীনগর এবং লাদাখ তিন জায়গাতেই যাওয়ার কথা রয়েছে তাঁর।

এদিন লেহ-তে ১৯তম কুশোক বাকুলা রিংপোশের জন্ম শতবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে তিনি উদ্বোধন করবেন জোজি লা টানেলের কাজ। এই সুড়ঙ্গপথ যুক্ত করবে বালতাল এবং মীনামার্গকে। ১৪ কিমি লম্বা এই সুড়ঙ্গই হবে দেশের দীর্ঘতম রোড টানেল এবং এশিয়ার দীর্ঘতম দ্বিমুখী সুড়ঙ্গ।
অন্যদিকে, শ্রীনগরে শের-এ-কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টার থেকে ৩৩০ এমডব্লু কিষাণগঙ্গা হাইড্রোপাওয়ার স্টেশনের উদ্বোধন করবেন তিনি। জম্মুর জেনারেল জোরাওয়ার সিং অডিটোরিয়ামে তিনি ভিত্তি প্রস্তর স্থাপন করবেন পাকুল দুল পাওয়ার প্রজেক্ট এবং জম্মু রিং রোডের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2k7GWjS

May 19, 2018 at 12:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top