কর্নাটক ভোট: অন্তত ১৫০ আসন পেয়ে সরকার গড়ছি, ঘোষণা ইয়েদুরাপ্পার, কটাক্ষ সিদ্দারামাইয়ার

বেঙ্গালুরু, ১২ মেঃ নরেন্দ্র মোদির কর্নাটক ভোটের মধ্যে নেপাল সফরে মন্দির দর্শন, ভোট দেওয়ার আগে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সিদ্দারামাইয়ার মন্দিরে যাওয়া নিয়ে প্রশ্নের এমনই উত্তর দিলেন সিদ্দারামাইয়া।

ইয়েদুরাপ্পা জানিয়েছেন, ভোট গ্রহণের দিনই আমি দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দলীয় সভাপতি অমিত শাহকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়ে আসব। ১৪৫-১৫০ আসন পেয়ে ১৭ মে সন্ধ্যায় সরকার গড়ছি।এ ব্যাপারে প্রতিক্রিয়া চাওয়া হলে সিদ্দারামাইয়ার জবাব, উনি মানসিক অসুস্থ। নিজের দলের আসন কত হবে, জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রীর দাবি, কংগ্রেস ১২০-র বেশি আসন পাবে। এবার তিনি চামুন্ডেশ্বরী ও বাদামি, দুটি কেন্দ্র থেকেই লড়ছেন। অন্যদিকে ইয়েদুরাপ্পা প্রার্থী হয়েছেন শিকারিপুরায়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KgBTsk

May 12, 2018 at 06:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top