গোষ্ঠীসংঘর্ষের জেরে ঔরঙ্গাবাদে জারি কার্ফু, বন্ধ ইন্টানেট

ঔরঙ্গাবাদ, ১২ মেঃ হিংসা ও গোষ্ঠী সংঘর্ষের জেরে রণক্ষেত্রে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ। গান্ধিনগর থেকে শুরু হওয়া হিংসা দাবানলের মতো ছড়িয়ে পড়ে মোতিকারঞ্জা, রাজা বাজার, শাহগঞ্জ, চেলিপুরা, অঙ্গুরিবাগ এলাকায়। খবর মিলেছে মৃত্যু হয়েছে ১ জনের। আহতদের সংখ্যা ৩০-এর বেশি। এর মধ্যে রয়েছেন পুলিশকর্মীরাও। আহত ১০ পুলিশকর্মীর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। শহরের বেশিরভাগ এলাকাতেই জারি রয়েছে ১৪৪ ধারা। নাগরিকদের শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন ঔরঙ্গাবাদের পুলিশ কমিশনার মিলিন্দ ভারাম্বে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু কিছু এলাকায় লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ছুড়েছে পুলিশ। কার্ফু জারির পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিসেবাও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2If992D

May 12, 2018 at 06:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top