নিখোঁজ মোশাহিদ আলী’কে হাজিগঞ্জে সন্ধান পাওয়া গেছে

31779160_1800763773323129_3603886017028816896_nবিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থেকে নিখোঁজ হওয়া মানসিক রুগি মোঃ মোশাহিদ আলী (৫০ এর সন্ধান পাওয়া গেছে। অদ্য ৪ মে মধ্যে রাতে ফেঞ্চোগঞ্জের হাজিগঞ্জ বাজার থেকে বসা অবস্তায় পাওয়া যায়। সন্ধানের বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক আবুল কালাম।
প্রসঙ্গত গতকাল ৩ মে অনুমান রাত্র তিন ঘটিকায় প্রকৃতির ডাকে ঘর থেকে বাহির হলে,অদ্যবর্ধি পর্যন্ত বাড়ীতে আসে নাই।
এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক আবুল কালাম জানান আমার চাচাতো ভাই মোসাহিদ আলীকে খোঁজাখুজি করিয়া তার কোন সন্ধান পাইনি। সম্ভাব্য সকল জায়গায় আত্মীয় স্বজন ও সকল জায়গায় যোগাযোগ কোথায় তার সন্ধান না পাওয়া যায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ মে) দুপুরে বিশ্বনাথ থানায় একটি সাধারন ডায়রী করেছেন আবুল কালাম। ডায়রী নং ১৪৯


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2HTt7Qk

May 04, 2018 at 06:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top