বিশ্বনাথে স্কুল ছাত্রের আত্মহত্যা

IMG_20180504_165653_122বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে এক ছাত্র আত্মহত্যা করেছে। তার নাম নুরুজজামান (১৪)। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের দেওয়াননগর গ্রামের ফটিক মিয়ার পুত্র ও পিএমসি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। আজ শুক্রবার সকাল ৮টায় নুরুজজামান তার বসত ঘরের তীরে গলায় দড়ি দিয়ে আত্বহত্যা করেছে বলে জানা গেছে। তবে আত্মহত্যার কারণ জানাযায়নি।

খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দসহ একদল পুলিশ ঘটনা স্থলে যান। এর পূর্বে পরিবারের লোকজন স্কুল ছাত্র নুরুজজামানকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। পরে পুলশি হাসপাতালে গিয়ে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2IdRkEo

May 04, 2018 at 05:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top