শুক্রবার বৈঠকে বসছেন হাসিনা-মমতা-মোদি

সুরমা টাইমস ডেস্ক::  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আগামী শুক্রবার বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবনের উদ্বোধন উপলক্ষে শান্তিনিকেতনে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ধারণা করা হচ্ছে, তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতার সঙ্গে কথা বলতে পারেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

তবে জানা গেছে, শুক্রবার সকাল ৮টায় ভিভিআইপি ফ্লাইটে নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা থেকে শেখ হাসিনা রওনা দিবেন। সেখানে পৌঁছানোর পর নরেন্দ্র মোদির সঙ্গে কলকাতা ছাড়বেন একই ফ্লাইটে।

বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে পরে যোগ দেবেন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2GGo6ta

May 22, 2018 at 12:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top