সুরমা টাইমস ডেস্ক:: ধূমপানের প্রচলিত সিগারেট ছেড়ে অনেকেই ই-সিগারেট গ্রহণ করছেন। তবে নানা বিপজ্জনক গ্যাস থাকায় এই ই-সিগারেটের ক্ষতির মাত্রাও কম নয়। সম্প্রতি ই-সিগারেটের আরেকটি বিপদের কথা জানা গেল।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের সেন্ট পিটার্সবার্গে ই-সিগারেট বিস্ফোরিত হয়ে একজন নিহত হয়েছে। টলম্যাজ ডি’ইলা নামে ৩৮ বছর বয়সী সেই ব্যক্তির মৃতদেহ গত মাসে তার বাড়িতেই পাওয়া যায়। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।
তদন্তকারীরা জানান, তিনি ই-সিগারেট পানের সময় তা বিস্ফোরিত হয়। এছাড়া সে সময় বিস্ফোরণে আগুনের সৃষ্টি হলে তার বাড়ির ফায়ার অ্যালার্মও বেজে ওঠে বলে জানিয়েছেন তারা।
ময়না তদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন, ই-সিগারেট বিস্ফোরণে তার মুখে বড় আকারের পোড়া দাগ দেখা গেছে।
তদন্তকারীরা জানিয়েছেন, তার ব্যবহৃত ই-সিগারেটের একটি অংশ বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে। এটি স্মোক-ই মাউন্টেইন প্রতিষ্ঠানের তৈরি ‘মোড’ টাইপ ডিভাইস। ব্যবহৃত ই-সিগারেটটি ঠিক কোন কারণে বিস্ফোরিত হয়েছিল তা জানাতে পারেননি তদন্তকারীরা।
ই-সিগারেটে শক্তিশালী ব্যাটারি থাকে, যা দিয়ে তাপ উৎপন্ন করা হয়। এ ব্যাটারি বিস্ফোরণে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2GBnnJr
May 22, 2018 at 12:45AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন