আলিপুরদুয়ার, ৫ মেঃ পঞ্চায়েত নির্বাচনের প্রশিক্ষণ নিতে ব্যাংক কর্মীদের ডেকে পাঠানোয় শনিবার আলিপুরদুয়ার শহর সহ গোটা জেলায় ব্যাংকের কাজকর্ম ব্যহত হল। টাকা তোলা সহ বিভিন্ন কাজে ব্যাংকের বিভিন্ন শাখায় এসে নাকাল হলেন কয়েক হাজার গ্রাহক। আলিপুরদুয়ার শহর, কুমারগ্রাম, মাদারিহাট, বহু জায়গাতেই এদিন ব্যাংক পরিসেবা কার্যত ভেঙে পড়ে। সবচেয়ে খারাপ অবস্থা ছিল ফালাকাটায়। এখানকার অধিকাংশ ব্যাংকের শাখাতেই এদিন কাজ হয়নি। সেন্ট্রাল ব্যাংকের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার তুষারকান্তি রায় জানিয়েছেন, বিষয়টি তাঁরা প্রশাসনের নজরে এনেছিলেন। কিউ হোল্ডার ব্যাংক কর্মীদের পঞ্চায়েত নির্বাচনে প্রশিক্ষণের ডাক পড়ায় এমন সমস্যা হয়েছে। তিনি জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের ট্রেনিং দুই দফায় হয়। এদিন যাঁদের সকালে ট্রেনিং ছিল তাঁরা ব্যাংকে উপস্থিত থাকতে পারেননি। আগামীতেও আবার প্রশিক্ষণ বা ভোটের কাজে ব্যাংক কর্মীদের ডাক পড়লে ব্যাংক বন্ধ থাকতে পারে বলে তিনি জানান। জেলাশাসক দেবীপ্রসাদ করনম বলেন, ‘এরকম হওয়া উচিত নয়। গোটা শাখাটাই বন্ধ থাকার কথা নয়।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Il3POv
May 06, 2018 at 12:21AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন