‘মানুষ-খেকো’ কুকুরের আক্রমণ, ৫ দিনে ছয় শিশুর মৃত্যু

লখনউ, ৫ মেঃ কুকুরের ভয়ে কম্পিত উত্তরপ্রদেশের সীতাপুর জেলার খইরাবাদ এলাকার মানুষেরা! গত পাঁচদিনে কুকুরের আক্রমণে ৬টি শিশুর মৃত্যু হয়েছে। আহত আরও অনেক শিশু। গত শুক্রবার ও শনিবার ৩ জনের মৃত্যু হয়েছে এবং ২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি। এলাকায় ‘মানুষ-খেকো’ কুকুরের আক্রমণ যে অতিরিক্ত হারে বেড়ে গিয়েছে, সেকথা স্বীকার করে নিয়েছেন খইরাবাদ থানার পুলিশ আধিকারিক শচীন কুমার সিং। তিনি বলেন, ‘চলতি বছরে এখনও পর্যন্ত কুকুরের হামলায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২।’  হিংস্র কুকুরদের ধরতে শনিবার সকালে সীতাপুর জেলা প্রশাসনের আধিকারিক এবং বন-দপ্তর থেকে কুকুর ধরার দলের ৪ সদস্য খইরাবাদ গিয়েছেন।

ছবিঃ সংগৃহীত



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JTWm6e

May 05, 2018 at 11:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top