১১ জঙ্গির মৃত্যুদণ্ড দিল পাকিস্তান

ইসলামাবাদ, ৫ মেঃ ১১ জন জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে পাক আদালত। শনিবার খবরটি নিশ্চিত করেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। তাঁর কথায়, ‘৬০ জন মানুষকে হত্যার অপরাধে ১১ জন কট্টর জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে বিশেষ সেনা আদালত। এছাড়া ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।’

পাক সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর)-এর তরফে জানানো হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১১ জন জঙ্গি নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। মালাকান্দ ইউনিভার্সিটি, আইনি সংস্থা, সশস্ত্র পাক সেনা সহ বিভিন্ন জায়গায় বহু নিরীহ মানুষের উপর হামলা চালিয়েছে। এই জঙ্গিদের হামলায় বিধায়ক ইমরান খান মহমিন্দ সহ ৩৬ নাগরিক এবং ২৪ জন সেনার মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FNPmFv

May 05, 2018 at 11:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top