ভারতের জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভা জাডেজা পুলিশের হাতে লাঞ্চিত হয়েছেন। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গুজরাটের জামনগরের সারু সেকশন রোডে গাড়ি নিয়ে যাচ্ছিলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভা জাদেজা। সেই সময়ে তার গাড়ির সঙ্গে এক পুলিশ সদস্যের বাইকে ধাক্কা লাগে। এর পরেই সঞ্জয় আহির নামে এক পুলিশ সদস্য তাকে চড় মারেন। বিজয় সিং নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ওই পুলিশ কর্মকর্তা রিভা জাডেজাকে চড় মারেন। এতেই তিনি ক্ষান্ত হননি। রিভার চুল ধরেও টানাটানি করেন তিনি। পরে পুলিশ সদস্যের এই নিষ্ঠুরতা থেকে আমরা তাকে উদ্ধার করি। আরও পড়ুন: যে কারণে মুম্বাইয়ের পরাজয়ে খুশি ছিলেন প্রীতি এদিকে, নির্যাতনের খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেয় গুজরাট পুলিশ। সঞ্জয় আহিরকে গ্রেফতারও করা হয়। জামনগরের জেলার পুলিশ সুপার (এসপি) প্রদীপ সেজুল জানান, মোটরবাইকে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই রবীন্দ্র জাদেজার স্ত্রীকে শারীরিকভাবে হেনস্তা করেন ওই পুলিশকর্মী। আমরা ওই নারীকে সাহায্য করছি। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রবীন্দ্র জাদেজার বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার হিসেবে খেলছেন। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/০৯:০০/ ২২ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GDOhRd
May 22, 2018 at 10:48PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন