আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। আজকের এই ম্যাচের বিজয়ী দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। আজ মঙ্গলবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। আজকের এই ম্যাচে জিতলে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে সানরাইজার্স হায়দরাবাদ। আর এই ম্যাচ হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলার সুযোগ থাকবে সাকিবদের। সেখানে জয় পেলেও ফাইনালের টিকিট পাবে তারা। প্লে-অফে হায়দারাবাদ ও চেন্নাই বাদে বাকি দুটো দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। হায়দরাবাদ প্লে-অফ নিশ্চিত করার পরই চেন্নাই শেষ চারে নিজেদের অবস্থান নিশ্চিত করে। দুই দলের সমান পয়েন্ট হলেও রানরেটের বিবেচনায় তালিকার শীর্ষে আছে হায়দরাবাদ। চেন্নাই আছে দুই নম্বরে। আরও পড়ুন: যে কারণে মুম্বাইয়ের পরাজয়ে খুশি ছিলেন প্রীতি চলতি আসরে হায়দরাবাদের সঙ্গে দুটি ম্যাচই জয় তুলে অনেকটা আত্মবিশ্বাসী থাকছে ধোনিরা। আইপিএলে দুইবারের শিরোপাজয়ী দলটি এর আগে ৬ বারই উঠেছিল আসরের ফাইনালে। তাই চেন্নাইয়ের বিপক্ষে জয় তুলে নিতে বেশ ঘাম ঝরাতে হবে হায়দারাবাদের খেলোয়াড়দের। তথ্যসূত্র: কালের কণ্ঠ আরএস/০৯:০০/ ২২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2kh5Ttm
May 22, 2018 at 10:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top