বরগুনা, ২৩ মে- বরগুনা জেলা ও দায়রা জজ কোর্টের হাজতখানা থেকে মেহেদী (১৫) নামের এক আসামী পালিয়েছে বলে জানা যায়। পুলিশ এখন পর্যন্ত আসামিকে আটক করতে পারেনি। বুধবার (২৩ মে) বেলা ১২ টায় এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামী সদর উপজেলার কালাইমুদাফাত গ্রামের আবদুর রাজ্জাক মিয়ার ছেলে মেহেদী (১৫)। জানা যায়, মঙ্গলবার ১ টার সময় বরগুনা সদর উপজেলার ২ নং গৌরিচন্না ইউনিয়নের গোলাম সরোয়ার ডাক্তার বাড়ির সামনে বসে এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করলে ওই ছাত্রীর ভাই রাকিবকে মারধর করেন পলাতক আসামি মেহেদী (১৫), ছোট গৌরিচন্নার বারঘরের আবদুর রাজ্জাকের ছেলে তানভির (১৫), গিলাতলী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া(১৫) ও সরিষামুড়ি ইউনিয়নের আবু তায়েব মো. শাহ আলমের ছেলে আবু হাসান (১৫)। মারধরের ঘটনার কথা শুনে গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ফারুক ও ম্যানেজিং কমিটির সদস্যরা মিলে রাকিব ও লিজাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা হাসপাতালে ভর্তি করেন। পরে ওই স্কুলের প্রধান শিক্ষক নাজমুল ফারুক বাদী হয়ে বরগুনা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সাথে সাথে তিনজনকে গ্রেফতার করে বুধবার সকালে আসামিদেরকে কোর্ট হাজতখানা হাজির করলে মেহেদী অসুস্থতার ভান করে ডাব খাওয়ার কথা বলে কোর্ট হাজত খানার সামনে থেকে দৌড়ে পালিয়ে যায় মেহেদী। আরও পড়ুন: ভোট মিটতেই পুরস্কার ঘোষণা মমতার, ভাতা বৃদ্ধির সুখবর সরকার নিযুক্ত কর্মীদের এ রিপোট লেখা পর্যন্ত মেহেদীকে পুনরায় আটক করতে পারেনি পুলিশ। কোর্ট পরিদর্শক আবদুল কুদ্দুস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুদের হাতকড়া পরানো যাবে না। হাজত খানায় ঢুকানো যাবে না। এ সুযোগ মেহেদী কাজে লাগিয়েছে। তবে আমরা মনির চেয়ারম্যানসহ পুলিশের সোর্স লাগিয়েছি। আজকের মধ্যেই আটক করা সম্ভব হবে। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/০৯:০০/ ২৩ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2kjIZS0
May 24, 2018 at 02:19AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন