কলকাতা, ২৪ মে- ছয় বছরের শিশু জাহ্নবীর দাঁতে ব্যথা। মা তাকে নিয়ে এসেছেন চিকিৎসকের কাছে। চিকিৎসক পরামর্শ দিলেন, ইঞ্জেকশন দিয়ে মাড়ি অবশ করে দাঁত তুলতে হবে। এ কথা শোনামাত্রই কান্না জুড়ে দেয় জাহ্নবী। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই চিকিৎসক দাঁত তোলার প্রস্তুতি শুরু করতেই ভয়ে কান্না শুরু করে শিশুটি। এসময় তাকে বোঝানো তো দূরের কথা, রেগে চড় মেরে বসেন ওই চিকিৎসক। অভিযোগ, দাঁত তোলার যন্ত্র দিয়েও শিশুটিকে মারধরও করা হয়। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতার রানিকুঠির এক ডেন্টাল ক্লিনিকে। ওই দন্তচিকিৎসকের আচরণে রীতিমতো হতবাক শিশুর মা ও দিদি। তারা ডেন্টাল ক্লিনিক কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে বিষয়টি জানান। খবর দেয়া হয় থানাতেও। পুলিশ শিশুটির অভিভাবকদের সঙ্গে কথা বলার পাশাপাশি অভিযুক্ত চিকিৎসক রণদীপ সিংহকেও জিজ্ঞাসাবাদ করা হয়। শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেন নিগৃহীত শিশুর অভিভাবক। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই চিকিৎসককে গ্রেফতার করে। বৃহস্পতিবার ওই চিকিৎসককে আদালতেও তোলা হবে। সূত্র: আনন্দবাজার আর/০৭:১৪/২৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GJGotm
May 24, 2018 at 03:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top